আমার বেঁচে থাকার কারণ শুধু তুইতোকে আছে বলা, আজ এটুকুই ।জানি ঠিকই ধরবিরে হাত, শূণ্য পথেদেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে ।ক্ষতি কী যদি বাসিস ভালো আমায়তোর হয়ে যেতে চাই,তোর হয়ে যেতে চাই,পারবো কি আমি বল?তোর হয়ে যেতে চাই ।